বিজ্ঞাপনের মূল্য তালিকা

প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ০৭:৩৫ এএম, ১ মার্চ ২০১৯

বিজ্ঞাপমানুষ প্রকৃতভাবে স্বপ্নচারী। প্রতিটি মানুষই তার নিজস্বতায় ভাস্বর। প্রতিটি মানুষই স্বপ্ন ও সম্ভাবনার আকাশ নির্মাণ করে। নিজের মত বেঁচে থাকা, নিজেকে আবিষ্কার করা এবং একটি বাঙময় আঙিনা রচনা করার প্রচেষ্টায় মানুষ নিয়ত ধাবমান। এভাবে ব্যক্তিগত স্বপ্নের আকাশ গড়ে তোলার চেষ্টা মানুষের আদিকাল থেকে। আমরা এ ক্ষেত্রে সমষ্টিগত চিন্তায় আত্মপ্রত্যয়ী। ব্যক্তি চিন্তাকে যদি সামষ্টিক চিন্তায় রূপ দেয়া হয় তবে যেকোন সমাজ বা দেশ এগিয়ে যাওয়ার পথে গতিপ্রাপ্ত হয়। তিন বছরের বেশি সময়’ ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। বিশিষ্ট লেখকদের লেখা, গল্প ও ছড়া-কবিতা, নিবন্ধ, প্রবন্ধ এবং রকমারি বিভাগে সমৃদ্ধ এর প্রতিটি সংখ্যাই আকর্ষণীয়। আমাদের সাপ্তাহিক পাথরঘাটা পত্রিকার রয়েছে অনেক পাঠক। তাই দক্ষিন বাংলায় পাথরঘাটা নিউজ ব্যাপকভাবে পাঠক বৃদ্ধি পাওয়ায় নিয়মিত প্রতি সংখ্যা কপি প্রকাশিত হচ্ছে। আপনি জেনে খুশি হবেন যে, ২০১৫ সালের শুরু থেকে অনলাইনে পাথরঘাটা নিউজ ব্যাপকভাবে পাঠক বৃদ্ধি পায় ২০১৬/২০১৭/২০১৮ তে ব্যাপকভাবে বৃদ্ধি করার প্রচেষ্টা অব্যাহত আছে।

আপনার প্রতিষ্ঠানের/পণ্যের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে পাথরঘাটা নিউজে বিজ্ঞাপন দিয়ে আপনার পৃষ্ঠপোষকতা ও ঐকান্তিক সহযোগিতা আমাদের উদ্যোগকে গতিশীল করবে বলে আশা করছি।

বিজ্ঞাপনের মূল্য তালিকা

Leaderboard

Dimensions Weight Format
728×90 40 KB JPG,PNG,SWF,GIF,HTML5

Medium Rectangle

Dimensions Weight Format
300×250 40 KB JPG,PNG,SWF,GIF,HTML5

Full Banner

Dimensions Weight Format
650×100 40 KB JPG,PNG,SWF,GIF,HTML5

Half Page

Dimensions Weight Format
300×600 40 KB JPG,PNG,SWF,GIF,HTML5


ঈদ/বিশেষ সংখ্যার বিজ্ঞাপণ আলোচনা সাপেক্ষে।

প্রয়োজনীয় তথ্য

* যে সপ্তাহে বিজ্ঞাপনের ম্যাটার জমা দিবেন তা পরের সপ্তাহে ছাপা হবে।
* প্রতি সপ্তাহের বুধবারের মধ্যে বিজ্ঞাপন ম্যাটার জমা দিতে হবে।
* প্রতি সপ্তাহের পত্রিকা রবিবার প্রকাশিত হয়।
* বিজ্ঞাপন ম্যাটার জমা দেয়ার সাথে বিজ্ঞাপন মূল্য * পরিশোধ করতে হবে।
* পত্রিকার সাইজ: ১৮ ইঞ্চি/ ২৪ ইঞ্চি।
* মেটার সাইজ: পূর্ণ পৃষ্ঠা ৬.৫ ইঞ্চি/ ৪.৫ ইঞ্চি।
* পত্রিকা ৮ পৃষ্ঠা।
* টোবাকো, সমাজের নীতি বিবর্জিত ও অশ্লিল এ জাতীয় কোন বিজ্ঞাপন প্রহণযোগ্য নয়।
* যে কোন বিজ্ঞাপন প্রকাশ করা বা না করার সম্পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।

যোগাযোগ করুনঃ ০১৭১৪৭০২০৪৩