পাথরঘাটায় পেট্রোল ঢেলে গায়ে আগুন জ্বালিয়ে যুবকের আত্নহত্যা চেষ্টা
পাথরঘাটা প্রতিনিধিঃ পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে আজ রাত ৮ টার দিকে রাজু (২৩) নামের এক যুবক নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে আগুন জালিয়ে আত্নহত্যা চেষ্টা করে। সে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ট্রালার মেরামত (ডগ) এর পার্শ্ববর্তী এলাকার মোঃ আজাদের ছেলে। পরে পাথরঘাটা সেচ্ছায় রক্ত দান সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা দেখে পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করে।
উদ্ধারকৃত সোনার বাংলা ফাউন্ডেশনের সদস্য (আল- আমিন সিকদার) জানান সে নেশা করতো প্রায় সময়
তবে গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালানোর আগে (রাজু-২৩) এর বাবা - ছেলের ঝগড়াঝাটি হয়ছে এর রেশ ধরে ঐ যুবক নিজের গায়ে নিজে আগুন দেয়।
এর আগে কয়েকদিন আগে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে তথা একই স্থানে মিজানুর রহমান নামে এক যুবক বাবার সাথে রাগ করে আত্নহত্যা করে।