বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ
বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় সহকারী শিক্ষক পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ থাকা যাবে না।
২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। প্রার্থীকে ইংরেজি ভাষায় পাঠদানে সক্ষম এবং কম্পিউটার ও মাল্টিমিডিয়া ক্লাসে পাঠদানে দক্ষ হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে ইংরেজিতে লেখা আবেদনপত্র ‘জেলা প্রশাসক, বরগুনা (সভাপতি, বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ)’ বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং ১,০০০/ টাকার পেঅর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি, ২০১৯। (তথ্য সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/০৭ ফেব্রুয়ারি