ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আটক
পূত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পূত্রবধূ। অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম খাজুরিয়া গ্রামের খলিল হাওলাদারের মেয়ে হালিমা খানমের সাথে উজিরপুর উপজেলার রাজাপুর গ্রামের নুর ইসলাম বেপারীর ছেলে সোহাগ বেপারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর নুর ইসলাম বেপারীর নজর পড়ে পূত্রবধূ হালিমার উপর।
সে বিভিন্ন সময় পূত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পূত্রবধূ এতে রাজি না হওয়ায় শ্বশুর নুর ইসলাম নিজ বাড়িতে বসে পূত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। সর্বশেষ সোমবার রাতে হালিমার পিতার বাড়িতে ধর্ষণের চেষ্টা করে শ্বশুর নুর ইসলাম।
এ ঘটনার পর ওই এলাকার জনগণ শ্বশুর নুর ইসলামকে গণধোলাই দেয়।
মঙ্গলবার সকালে পূত্রবধূ হালিমা বেগম বাদী হয়ে শ্বশুর নুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। ওই মামলার আসামী শ্বশুর নুর ইসলামকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/০৬ ফেব্রুয়ারি