শাক তুলতে গেলে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ৩ ফেব্রুয়ারী ২০১৯

শাক তুলতে গেলে শিশুকে যৌন নিপীড়ন, গ্রেফতার ১

বরগুনার বেতাগীতে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ নিপীড়নের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মামলা হলে বেতাগী থানা পুলিশ অভিযান চালিয়ে রাসেল (২৫) নামের অভিযুক্তকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে শাক তুলতে যায় শিশুটি। এসময় নির্জন স্থানে একা পেয়ে পাশবিক নির্যাতনের উদ্দেশ্যে জোরপূর্বক শিশুটির স্পর্শ কাতর স্থান স্পর্শ করে রাসেল। এসময় শিশুটির ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় রাসেল। পরে এ ঘটনায় মামলা হলে শনিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, রাসেল বিবাহিত এবং লম্পট প্রকৃতির মানুষ বলে আমরা জানতে পেরেছি। রোববার সকালে রাসেলকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)