বরিশালে বাকি না দেয়ায় শিশুর গায়ে গরম পানি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২২ জানুয়ারী ২০১৯

ছবিঃ সংগ্রহীতমামার চা-সিগারেটের দোকানে বাকি না দেয়ায় ভাগ্নে জুবায়ের (১২)-এর মুখমণ্ডল ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জুবায়েরের বাবা আবু সালেহ জোমাদ্দার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বরিশাল জিলা স্কুলের সামনে মামার চা-সিগারেটের দোকানে সহযোগিতা করে আসছিল জুবায়ের। ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মামা আলমগীর হোসেন ভাগ্নেকে দোকানে রেখে বাসায় যান। এ সময় ব্রাউন কম্পাউন্ড রোডের সন্ত্রাসী রিফাত, তাজিন, আদিসহ ৫-৬ জন বাকিতে সিগারেট চাইলে শিশু জোবায়ের মামা এলে নেয়ার জন্য বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে মারধর শুরু করে। জুবায়ের ডাক-চিৎকার শুধু করলে সন্ত্রাসীরা ক্যাটলির গরম পানি ছুড়ে মারে। স্থানীয়রা তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ জানুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)