তালতলীতে আওয়ামীলীগের বর্ধিত সভা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা মার্কার নির্বাচন উপলক্ষে বরগুনার তালতলী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনিষ্ঠিক হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান তনুর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু মোল্লা, তালতলী উপজেলা চেয়ারম্যান যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, বরগুনা বার সাবেক সভাপতি এ্যাড. মোতালেব মিয়া, পিপি এ্যাড. মোস্তাফিজুর রহমান বাবুল, বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রইসুল আলম রিপন, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, নজির হোসেন কালু পাটোয়ারী, আবুল বসার বাদশা তালুকদার, আলমগীর হোসেন মুন্সি, দুলাল ফরাজী, সুলতান ফরাজী প্রমুখ। সভায় ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ ডিসেম্বর