বামনায় পল্লী উন্নয়ন অফিসে হাতাহাতি
বামনা উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সমন্ব্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) এক কর্মকর্তা ও অফিসের কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিআরডিবি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।
ইরেসপো প্রকল্পের মাঠ সংগঠক মো. সাইদ আকন ও মিলন হোসেন বলেন, ‘অফিসের কর্মকর্তা শাহদাৎ বিভিন্ন সময় কৌশলে টাকা চুরি করতেন। বুধবার সকালে অফিসের ড্রয়ারে রাখা টাকা তিনি সরানোর চেষ্টা করেন। এ সময় আমরা তাঁকে হাতেনাতে ধরে ফেলি। তিনি আমাদের ওপর হামলা করলে আমরা আহত হই।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ ডিসেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)