নির্বাচন পরিচালনা কমিটি গঠন বামনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ৫ ডিসেম্বর ২০১৮

ছবিঃ কালের কন্ঠবামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রামনা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন।

সভায় বক্তব্য দেন বামনা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, রামনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আ. সত্তার হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে রামনা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ ডিসেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)