কম দামে ম্যাকবুক এয়ার আনছে অ্যাপল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:৩৮ এএম, ৬ মার্চ ২০১৮

ম্যাকবুক
চলতি বছরে একেবারে কম দামে ম্যাকবুক এয়ার আনতে পারে অ্যাপল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন অ্যাপল সংস্থা।

২০০৮ সালে স্যান ফ্রান্সিসকোয় ম্যাকওয়ার্ল্ড এক্সপো-তে প্রথম ম্যাকবুক এয়ার প্রকাশ্যে আনেন স্টিভ জবস। ২০১৫ সাল থেকে ডিভাইসটিতে বড় কোনও আপডেট আনেনি মার্কিন প্রযুক্তি জায়েন্ট।

তবে জানা গিয়েছে, ২০১৮ সালে ‘কম মূল্যে’ নতুন ম্যাকবুক এয়ার প্রকাশ্যে আনবে অ্যাপল। অবশ্য, ঠিক কত কম দাম হবে এর তা জানানো হয়নি।

অন্যদিকে, নতুন ম্যাকবুক এয়ার আনা হলে ২০১৫ সালের পর এটিই হবে ডিভাইসটির প্রথম আপডেট। বর্তমানে ১২ ইঞ্চি ম্যাকবুক এবং ম্যাকবুক প্রো-এর দিকেই নজর দিয়েছে অ্যাপল। শিক্ষার্থীদের মধ্যেই বেশি জনপ্রিয় ১৩ ইঞ্চির এই ম্যাকবুক প্রো।

বর্তমানে ১.৮ গিগাহার্টজ ডুয়াল-কোর আই৫ প্রসেসরের সঙ্গে ১২৮জিবি স্টোরেজ এবং আট জিবি র‍্যামসহ ম্যাকবুক এয়ার-এর মূল্য ৯৯৯ মার্কিন ডলার। এর থেকে ভালো কনফিগারেশন চাইলে বাড়তি মূল্য দিতে হয় গ্রাহককে।

এছাড়া মনে করা হচ্ছে ম্যাকবুক এয়ার চলতি বছরে এর সরবরাহ ১০ থেকে ১৫ শতাংশ বাড়াবে।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)