বেতাগীতে বিদ্যালয়ের মাঠে ধান চাষ
বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আউশ-আমন ধান চাষ করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজশে এসব ধান চাষ করেছেন। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও শরীরচর্চা থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, হোসনাবাদ ইউনিয়নে এক একর ২১ শতাংশ জমির ওপর দক্ষিণ হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। গত বছর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। তাঁর বাড়িও বিদ্যালয়ের পাশে। স্থানীয় আওয়ামী লীগের নেতা হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ের মাঠে ধান চাষ করছেন।
অভিযুক্ত সিদ্দিকুর রহমান বলেন, ‘ধান বিক্রি করে প্রয়োজনীয় টাকা স্কুলের তহবিলে জমা দেওয়া হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিল আহমেদ বলেন, ‘বিদ্যালয়ের মাঠে ধান চাষ সভাপতির নির্দেশে হয়েছে। আমি নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা তেমন গুরুত্ব পায়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ ডিসেম্বর