কাউখালীতে টেকসই স্যানিটেশন বিষয়ক কর্মশালা
পিরোজপুরের কাউখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর আয়োজনে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা ও উন্নত স্বাস্থ্যাভ্যাস পরিচর্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালা উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর উদ্বোধন করেন।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য, শিক্ষক প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকসহ ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
শেষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিহির মণ্ডল-এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার, প্রকল্প পরিচালক মো. আব্দুল মোন্নাফ, উপপ্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন ও নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ন কবীর প্রমূখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ অক্টোবর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)