বরিশালে মারামারি মামলার আসামীর মৃত্যু
বরিশাল কেন্দ্রীয় কারাগারে মারামারি মামলার আসামি মানিক হাওলাদার (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিক বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার চরখাজুরিয়া হযরত আলী হাওলাদারের ছেলে। তিনি গত ১ মে থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
সূত্রে জানা যায়, গত রোববার (৭ অক্টোবর) কারাগারের ভেতরে মানিক অসুস্থ হলে কারা চিকিৎসকের পরামর্শে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ অক্টোবর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)