কাউখালীতে ২৬ মণ্ডপ ঘিরে দুর্গোৎসব
পিরোজপুরের কাউখালীতে পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন শেষে আগামীকাল সোমবার শুরু হচ্ছে উৎসব। উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি মণ্ডপে এখন উৎসবের আমেজ।
আগামীকাল সোমবার (১৫ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের দুর্গোৎসব শুরু হবে।
কাউখালী বন্দরের প্রতিমা শিল্পী রবি পাল জানান, এ বছর তিনি ও তাঁর কারিগররা মিলে ১০টি মণ্ডপে প্রতিমা তৈরি করছেন। পঞ্চমীর রাতের আগেই প্রতিমার সব কাজ শেষ করতে হচ্ছে বলে জানান তিনি।
কাউখালীর কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সঞ্জিত কুমার সাহা জানান, কাউখালী সদরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে এবার ২৬টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে কাউখালী সদরে কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী মন্দিরে প্রতিবছরের ন্যায় সর্ববৃহৎ প্রতিমা তৈরি করা হয়েছে। এ মণ্ডপে এবার আট লাখ টাকার বাজেট ধরা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কাউখালীতে দুর্গাপূজায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ অক্টোবর