উজিরপুরে যুবলীগ নেতার বাসায় ডাকাতি
অস্ত্রের মুখে জিম্মি করে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদল হাওলাদারের মুন্ডপাশা গ্রামের বাসায় বুধবার রাত একটার দিকে ডাকাতি সংঘঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ডাকাতির সাথে জড়িত সন্দেহে মিজানুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বাদল হাওলাদার জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে দালানের গ্রীল কেটে ঘরের মধ্যে ৭/৮ জনের একদল ডাকাত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তার স্ত্রীকে জিম্মি করে তাকে (বাদল) বেধে ফেলে ডাকাতরা ঘরের আলমিরায় থাকায় নগদ ছত্রিশ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্নালংকার ও একটি মোবাইল ফোন লুটে নেয়।
এ সময় আটককৃত ডাকাত মিজানুর রহমানকে চিনে ফেলে বাদল হাওলাদার। ঘটনার পরপর বিষয়টি উজিরপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বৃহস্পতিবার সকালে ডাকাতির সন্দেহে মিজানুর রহমানকে আটক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, ঘটনা শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বেও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরকারী কোয়ার্টারে দূধুর্ষ চুরি সংঘঠিত হয়েছে। তবে পুলিশ এখনও পর্যন্ত এ চুরির ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি। এতে দিন দিন আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। সম্প্রতি ঘটে যাওয়া এসব অপরাধমূলক কর্মকান্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় রয়েছে উপজেলার সর্বস্তরের বাসিন্দারা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ অক্টোবর