বরগুনা-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী শেখ হাসিনা!
বরগুনা-১ আসনে আ’লীগ প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিবেন, এমন খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এ খবর শুনে অনেকেই উচ্ছাস প্রকাশ করেছেন। তবে খবরটি স্রেফ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন দলীয় নীতি নির্ধারকরা।
গত ২৭ সেপ্টেম্বর আ’লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বরগুনা জেলা আ’লীগ নেতা-কর্মীদের নিয়ে সমঝোতা প্রচেষ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শমভু ও সমর্থক এবং জেলা আ’লীগের শীর্ষ পর্যায়ের একাংশের মধ্যে চলমান বিরোধ নিরসনের চেষ্টা করেন কেন্দ্রীয় নেতারা। কিন্ত শেষ অব্দি সে প্রচেষ্টা ব্যার্থ হয় এবং হট্টগোলের মধ্য দিয়ে সভা শেষ হয়। এর পরপরই মুলত সামাজিক যোগাযোগ মাধ্যমে “বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী এমন খবর রটতে থাকে।
তবে খবরটি “ভিত্তিহীন” বলে উল্লেখ করেছেন জেলা আ’লীগ নেতারা। ওই বৈঠকে উপস্থিত জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এ প্রসঙ্গে বলেন, মূলত বক্তব্যটি ছিল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ভাইয়ের।
বিরোধ নিষ্পত্তি না হওয়ায় তিনি বলেছিলেন, ‘যেখানে যেখানে বিরোধ অমিমাংসিত থাকবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী বরগুনা- ১ আসনের প্রার্থী, এটা মাথায় রেখে আপনারা কাজ করেন’। মুলত এটা নীতি নির্ধারকদের বিরোধ নিষ্পত্তির জন্য একটা কৌশলী বক্তব্য।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বরগুনা-১ আসনের চলমান বিরোধ নিষ্পত্তিতে আমরা পরামর্শ ও নির্দেশ দিয়েছি এবং বিরোধ নিষ্পত্তি না হলে শেখ হাসিনা প্রার্থী হবেন এমনটা বলা হয়েছিল। মূলত, কে কোন আসনে প্রার্থী হবেন এটা চুড়ান্তভাবে বলার অবকাশ নেই। মূলত শেখ হাসিনাকে প্রার্থী হিসেবে ধরে প্রচাণার জন্য নির্দেশ দেয়া হয়েছে।(সূত্রঃ আমাদের বরগুনা)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ অক্টোবর