কলেজছাত্র অপহরণতালতলীতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
তালতলীতে কলেজছাত্র অপহরণের ৭ দিন পর মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। সে গত ২২ সেপ্টেম্বর উপজেলা শহরের বটতলাস্থ এলাকা থেকে নিখোঁজ হয়।
জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের সংকর চন্দ হাওলাদারের ছেলে সেতু চন্দ্র হাওলাদার তালতলী উপজেলা শহরের পুলিং মাস্টারের বাড়িতে ভাড়া থেকে তালতলী সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। ২২ সেপ্টেম্বর উপজেলা শহরের বটতলার এলাকা থেকে সে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২৫ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তার মা তৃপ্তি রানী জানান, শুক্রবার বিকালে ছেলে সেতু চন্দ্র হাওলাদার মোবাইল থেকে ফোন করে বাঁচাও বাঁচাও বলে। পরে তার এ ফোন নম্বর দিয়েই অপরিচিত কণ্ঠে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোন করে চাঁদা দাবির ব্যাপারটি কোথাও বললে তাদেরও ক্ষতি হবে বলে হুমকি দেয়া হয়। টাকা দিতে সম্মতি হলে ওই মোবাইল নাম্বারে ম্যাসেজের মাধ্যমে জানানোর কথা বলে তারা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ সেপ্টেম্বর