বরগুনা-বরিশাল মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ প্রকৃতি সাজাই’- এই স্লোগানকে সামনে রেখে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরগুনার আট কিলোমিটার অংশে বিভিন্ন প্রজাতির ১৬ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের খেজুরতলা এলাকায় কার্যক্রম উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ফরীদুল ইসলাম।
জানা গেছে, বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক সংস্কারের সময় বরগুনা থেকে চান্দখালী পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশের গাছ কেটে ফেলে জেলা পরিষদ। পরে রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ১৬ হাজার গাছ রোপণের সিদ্ধান্ত নেয় বরগুনা জেলা প্রশাসন ও জেলা পরিষদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম জাবেদ হোসেন তালুকদার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক জাফর হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ প্রমুখ।(সূত্রঃ কালের কন্ঠ)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ সেপ্টেম্বর