আমতলীতে পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আহত শাহানাজ বেগমপরকীয়ায় বাঁধা দেয়ায় এক সন্তানের জননী শাহানাজ বেগম (২২) কে পিটিয়ে আহত করেছে পাষন্ড স্বামী আবুল বাশার হাওলাদার ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত শাহানাজ বেগমকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) তালতলী উপজেলার নয়াপাড়া গ্রামে ঘটনা ঘটেছে।

আহত শাজনাজ বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে শাহানাজ বেগমকে ২০১৪ সালে একই উপজেলার নয়াপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের পুত্র আবুল বাশার হাওলাদারের সাথে বিয়ে হয়। বিয়ের সময় শ্বশুর বাড়ী থেকে জামাতাকে নগদ এক লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীন আসবাবপত্র দিয়ে দেয়। তাদের দাম্পাত্য জীবন ভালই কাটছিল। বিয়ের দু’বছরের মধ্যে বুশরা (২) নামে কন্যা সন্তান জন্ম নেয়। গত দু’বছর ধরে আবুল বাশার হাওলাদার পার্শ্ববর্তী লাউপাড়া গ্রামের এক বিধবা নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হয়। রবিবার দুপুরে স্বামী আবুল বাশার হাওলাদার মোবাইল ফোনে পরকীয়া প্রেমিকার সাথে কথা বলতে থাকেন। স্ত্রী শাহানাজ বেগম আড়াল থেকে স্বামীর মোবাইল ফোনের এসব কথা শুনতে পায়। এ সময় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী আবুল বাশার হাওলাদার ও তার বোন মাহমুদা স্ত্রী শাহানাজকে ঘরের মধ্যে আটকিয়ে লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলেও স্বামী আবুল বাশার হাওলাদার নির্যাতন বন্ধ করেনি। এক পর্যায় স্ত্রী শাহানাজ বেগম জ্ঞান হারিয়ে ফেলে। এ অবস্থায় আহত স্ত্রী শাহানাজকে ঘরের মধ্যে আটকে রাখে। প্রতিবেশীরা শাহানাজকে মারধরের খবর তার বাবার বাড়ীতে জানায়।

খবর পেয়ে স্ত্রী শাহানাজের বাবার বাড়ীর স্বজনরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় শাহানাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে আহত শাহনাজ বেগম শরীরের যন্ত্রণায় কাতরাচ্ছেন। শরীরের বিভিন্ন অঙ্গসহ স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়েছে বলে আহত শাহানাজ জানান।

আহত শাহানাজ বেগম আরও বলেন, আমার স্বামী একজন বিধবা মহিলার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আমি এর প্রতিবাদ করলে আমার স্বামী ও ননদ মাহমুদা আমাকে বেদম মারধর করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে স্বামী আবুল বাশার হাওলাদার মুঠোফোনে পরকীয়া সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, স্ত্রীকে শাহানাজ বেগমকে সামান্য মারধর করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ বলেন, শাহানাজ বেগমের শরীরের বিভিন্ন অঙ্গে ফুলা জখমের চিহ্ন রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)