তালতলীতে রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াতালতলী উপজেলায় মাছ বাজারে রাস্তার ওপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় এক প্রভাবশালী।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপজেলা সদরের মৎস্য বাজারে ২টি স্টল নির্মাণ ও তার মাঝখান দিয়ে ইটের সলিংয়ের রাস্তা নির্মাণ করা হয়। নিত্য প্রয়োজনীয় তরিতরকারি ক্রেতারা এ রাস্তা দিয়ে মৎস্য স্টলে যাওয়া-আসা করে। মৎস্য স্টলে যাওয়া-আসার সলিংয়ের রাস্তার দক্ষিণ মাথায় জেডিঘাটের রাস্তার মিলনস্থলে স্থানীয় প্রভাবশালীদের অজুহাত দিয়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদারের নির্দেশে ঘরটি নির্মাণ করা হচ্ছে। তবে ঘরটি কার তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি।

ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান হাওলাদার মুঠো ফোনে জানান, আমি ঘর নির্মাণ করতে বলি নাই এবং এ ঘর নির্মাণ সম্পর্কে কিছুই জানি না।

তালতলী ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মিন্টু জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, রাস্তার উপরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের খবর পাইনি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)