পিরোজপুরে উদ্ধার তরুণীর লাশের তিন দিন পর ময়নাতদন্ত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮

পিরোজপুরে উদ্ধার তরুণীর লাশের তিন দিন পর ময়নাতদন্তপিরোজপুর সদর থানা পুলিশ শ্মশান থেকে লক্ষ্মী রানী (১৭) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে। তিন দিন পর রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

লক্ষ্মী রানী পিরোজপুর মোড়েলগঞ্জ হোগলাবুনিয়া গ্রামের অরুণ দাসের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক ভাস্কর চন্দ্র দে জানান, অরুণ দাসের মেয়ে লক্ষ্মী রানীকে কাউখালী উপজেলার বাসিন্দা তরুণ দে’র স্ত্রী সঙ্গীতা আইচ প্রায় সাত বছর আগে তাদের ঢাকার বাসায় গৃহপরিচারিকার কাজের জন্য নেয়। তাদের বাসা ঢাকার হাজারীবাগের ২৪০ নম্বর সুলতানগঞ্জ রাজাবাজারে। তাকে ঢাকায় নেয়ার সময় লক্ষ্মীর বাবা-মায়ের সাথে চুক্তি করে যে লক্ষ্মীর পারিশ্রমিক বাবদ প্রতি মাসে এক হাজার টাকা দেবে। সে যখন বিবাহ যোগ্য হবে তখন তাদের খরচায় তাকে বিয়ে দিয়ে দেবেন।

তবে লক্ষ্মীর বাবা অরুণ চন্দ্র দাস পুলিশকে বলেছেন, সাত বছরে তার মেয়ের পারিশ্রমিক বাবদ একটি টাকাও দেয়নি। হঠাৎ করে গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সঙ্গীতা আইচের ভাই টুটুল আইচ মোবাইল ফোনে লক্ষ্মীর বাবাকে জানায়, আপনার মেয়ে অসুস্থ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)