পটুয়াখালীতে ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি
পটুয়াখালীতে তানজিলা আক্তার নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে মৃত তানজিলার শিক্ষাপ্রতিষ্ঠান কমলাপুর ইউনিয়নের পূর্বভায়লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় অন্তত পাঁচ শতাধিক সহপাঠী এবং সহস্রাধিক গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
নিহতের বাবা নুরে আলম ও মা মোসা. খাদিজা বেগম জানান, একই বাড়ির মো. রুহুল আমীন গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ১১ সেপ্টেম্বর মামলায় উল্লেখিত আসামিরা তার মেয়েকে পিটিয়ে হত্যা করে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। পরে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর পুলিশ একটি সুরাতহাল রিপোর্টে নিহতের স্পর্শকাতর স্থানে ও গলায় রশি বেঁধে ফাঁসি দেয়া কারণে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে। এ ঘটনায় নিহতের পরিবার আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ কালু ফকির (৫০) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। বর্তমানে বাকি আসামিরা পলাতক রয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ সেপ্টেম্বর