ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গ্রেফতার
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী জানান, রাতে বিএনপি নেতাকর্মীরা সদর রোড মিছিল বের করে গোলমাল শুরু করে। এসময় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে পুলিশের উপর চড়াও হয়ে হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ সদস্য মামুন, মাসুদ, সজল ও গোপাল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ হারুন অর রশিদকে গ্রেফতার করে।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা অফিসে প্রস্তুতি সভা শেষে রাস্তায় বের হলে পুলিশ বিনা কারণে বিএনপি সেক্রেটারিকে গ্রেফতার করে। কোনো নেতাকর্মী পুলিশের উপর হামলা করেনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ সেপ্টেম্বর