মঠবাড়িয়ায় জাল নোট চক্রের দুই সদস্য আটক
মঠবাড়িয়ায় জাল নোট কারবারি একটি চক্রের দুই সদস্যকে ৩৭টি এক হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শাফা আমুরবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পার্শ্ববর্তী বাগেরহাটের শরণখোলা থানার সোনাতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে দুলাল সরদার (২৫) ও ভোলা লালমোহন থানার কুমার খালী গ্রামের নুর হোসেন বাদশার ছেলে আল আমীন বাদশা (২০)।
থানা সূত্র জনায়, প্রতারক চক্রের দুই সদস্য উপজেলার ধানী শাফা আমুরবুনিয়া দরবার শরিফের গেইটে ভাড়ায়চালিত মোটরসাইকেলের ভাড়া মেটান। ভাড়া গ্রহণের সময় তা জাল নোট বলে সন্দেহ হয়। এ নিয়ে যাত্রী ও মোটরসাইকেলের চালকের সঙ্গে বিতর্ক শুরু হলে স্থানীয়রা যাত্রী দুজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে ওই দুই যাত্রীকে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে যাত্রী দুলালের প্যান্টের পকেটে এক হাজার টাকার ৩৭টি জাল নোট পাওয়া যায়।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক ( এসআই) মো. জাফর আহম্মেদ জাল নোটসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা জাল নোটের কারবারি চক্রের সঙ্গে জড়িত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ সেপ্টেম্বর