বরিশালে দুই লঞ্চ কর্মচারীকে জেল-জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৭ আগস্ট ২০১৮

বরিশালে দুই লঞ্চ কর্মচারীকে জেল-জরিমানাবরিশালে দুই লঞ্চের কর্মচারীকে তিন দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য কর‍ার অভিযোগে রবিবার (২৬ আগস্ট) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও মো. মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল নদী বন্দরের সুপারভাইজার এমভি পারাবাত লঞ্চের সেলিম আহম্মদ (৪২) ও এমভি টিপু লঞ্চের লিটু দাস (৪৫)।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নির্দেশনা অমান্য করে আসছিলেন ওই দুই ব্যক্তি। তাই পেনাল কোড ১৮৮ ধারা মোতাবেক এ দণ্ড দেওয়া হয়েছে তাদেরকে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)