বরিশাল পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা তরুণী আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:১৯ পিএম, ২০ আগস্ট ২০১৮

আটক রোহিঙ্গা তরুণীবরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা এক ব্যক্তি পালিয়ে যায়।

সোমবার (২০ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা তরুণী সোনিয়া (২০) জিজ্ঞাসাবাদে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, আটক তরুণী সোনিয়া নগরীর কাশিপুরস্থ পাসপোর্ট অফিসে আসে পাসপোর্ট করতে। তাকে পাসপোর্ট করিয়ে দেওয়ার জন্য এক সহযোগীও ছিলেন।

এসময় পাসপোর্ট অফিস থেকে খবর পেয়ে রোহিঙ্গা তরুণীকে আটক করা হয় এবং তার সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়। আটক রোহিঙ্গা তরুণীর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’’

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)