সুন্দরবনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত : ২৩ জেলে উদ্ধার
সুন্দরবনে র্যাব-৬ সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদুস্য আল-আমিন বাহিনীর সদস্য বাবু নিহত হয়েছে। বুধবার সুন্দরবনের শিবসা নদীর মার্কি খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সেখান থেকে ৭টি জেলে নৌকা, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং পণবন্দী ২৩ জেলেকে উদ্ধার করা হয়।
র্যাব-৬ সূত্র জানায়, বুধবার ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা থানাধীন মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে র্যাবের একটি দল। বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বাবু নামে এক বনদ্যু নিহত ও র্যাবের দুই সদস্য আহত হয়। বনদস্যুদের হাতে অপহৃত ২৩ জেলেকে উদ্ধার এবং ৭টি নৌকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)