আমতলীতে ১০ জুয়াড়ির কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:১৮ এএম, ১১ আগস্ট ২০১৮

আমতলীতে ১০ জুয়াড়ির কারাদণ্ডআমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বৃহস্পতিবার (৯ আগস্ট) রাতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ির প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

জানা গেছে, আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তার একটি পরিত্যক্ত ঘরে ১০-১২ জন জুয়াড়ি জুয়া খেলছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ওই স্থানে অভিযান চালায়। এ সময় জলিল চৌকিদার, রফিক হাওলাদার, বসার হাওলাদার, শিপন, বিপুল চন্দ্র হাওলাদার, পলাশ শরীফ, জহিরুল গাজী, আল আমিন হাওলাদার, সাইদুর রহমান কিসলু ও আবুল কালামকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়ির প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১০ জুয়াড়িকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছি। ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)