সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৮ আগস্ট ২০১৮

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনদেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় বক্তারা সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন।

বুধবার (৮ আগস্ট) সকালে বরিশাল নগরের সদর রোডে নিউজ এডিটরস কাউন্সিল-এর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

সংগঠনের সভাপতি হাসিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সহ-সভাপতি বিধান সরকার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর প্রিন্স, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)