মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি
মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। দলে দ্বিধা বিভক্তির কারণে দীর্ঘ ১০ বছর পর কোনো কাউন্সিল অধিবেশন ছাড়াই কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে। তবে দুই কমিটিই আংশিক।
উপজেলার ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হয়েছেন রুহুল আমিন দুলাল ও সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবির।
গত ১১ জুলাই দলটির পিরোজপুর জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে সোমবার রাতে নব গঠিত আংশিক কমিটি গণমাধ্যমে নিশ্চিত করা হয়।
উপজেলা বিএনপির আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, এস এম ফেরদৌস রুম্মাান, খলিলুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, মোসলেহ উদ্দিন বাবুল মৃধা, জাকির মৃধা, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক বাদল ও জসিম ফরাজী।
একই দিন মঠবাড়িয়া পৌর বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করে পিরোজপুর জেলা বিএনপি। ওই কমিটির সভাপতি হয়েছেন আ ম ইউসুফুজ্জামান, সহ-সভাপতি মো. ফয়েজ আহম্মেদ খোকন, সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান কামাল মুন্সী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ ও মিজানুর রহমান খলিফা।
নির্বাচিত নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ জুলাই