নাতিকে ধর্ষণের অভিযোগে বাউফলে দাদা গ্রেফতার
বাউফলে নাতিকে (১৪) ধর্ষণের অভিযোগে দ (৫০) নামের এক দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে কালাইয়া লঞ্চ ঘাট থেকে তাকে গ্রেফতার করে।
হারুন অর রশিদ বাউফল সদর ইউনিয়নের দক্ষিন বিলবিলাস গ্রামে মৃত ছোবাহ প্যাদার ছেলে।
জানা গেছে, মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া ঢালি আছিয়া খাতুন দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী তার বাবার মামী কুলসুম বেগমের সাথে বিগত ২৩ জুন গ্রামের বাড়ি চন্দ্রপাড়া থেকে দক্ষিন বিলবিলাস গ্রামে বেড়াতে যায়। ওই দিন রাতে তার বাবার মামা অর্থাৎ দাদা হারুন অর রশিদ তাকে ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনাটি ওই ছাত্রী গোপন রাখে। পরে দিন ২৪ জুলাই রাতে পুনরায় ওই ব্যাক্তি তাকে জোড় পূর্বক ধর্ষণ করে। ওই ছাত্রী পরে বাড়ি এসে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপর ২ জুলাই ছাত্রীটির বাবা বাদি হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং ৬ তারিখ- ২.৬.১৮)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ জুলাই