বার কাউন্সিলের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ৭ জুলাই ২০১৮

নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুনআইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

শনিবার (৭ জুলাই) বার কাউন্সিল ভবনে নির্বাচিত সদস্যের প্রথম সভায় ইউসুফ হোসেন হুমায়ুনকে আগামী তিন বছরের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

পদাধিকারবলে সংস্থাটির চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল। এবার ভাইস চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে গত মার্চে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থক প্যানেলের ভরাডুবির প্রভাব পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এ নির্বাচন করা হয়। ভাইস চেয়ারম্যান ছাড়াও সংস্থাটির বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন কমিটিও গঠন করা হয়। সভায় বিদায়ী কমিটির ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার উপস্থিত ছিলেন।

গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার আওয়ামী লীগ সমর্থক আইনজীবী প্যানেলের নেতৃত্ব দেন। তিনি নির্বাচনে সর্বোচ্চ ভোট পান। তার নেতৃত্বে আওয়ামী লীগ প্যানেল থেকে সংস্থাটির কার্যনির্বাহী পরিষদে ১২ জন নির্বাচিত হন। ১৪ সদস্যের নির্বাচিত কমিটির মধ্যে মাত্র দুইজন বিএনপি প্যানেল থেকে নির্বাচিত হয়।

এর আগে ২০১৫ সালের নির্বাচনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা প্যানেল নিয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী প্যানেল থেকে ১১ জন নির্বাচিত হন। তিনটিতে জয় পান বিএনপির প্রার্থীরা। ওই নির্বাচনেও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার সর্বোচ্চ ভোট পান। এ কারণে তাকেই ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কিন্তু এবারও তিনি সর্বোচ্চ ভোট পেলেও ভাইস চেয়ারম্যান করা হলো অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে। তিনি নির্বাচনে ভোটের দিক থেকে ৫ম হয়েছিলেন।(কালের কন্ঠ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)