মুক্তিপণ দাবিতে জেলে অপহরণ, মুক্তিপণ দাবী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ৩ জুলাই ২০১৮

ফাইল ফটোজেলে ট্রলারে হামলা চালিয়ে ভোলার মনপুরার মেঘনায় এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার দস্যু আলাউদ্দিন বাহিনী। এই সময় জেলে ট্রলারে থাকা অপর ৪ জেলেকে বেধড়ক মারধর করা হয়েছে। ট্রলারে মালিক স্বপন ও আড়তদার টিটু ভূইয়া অপহরনের কইথা নিশ্চিত করে জানান, অপহৃত জেলের মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবী করছে তারা ।

মঙ্গলবার (৩ জুলাই) বেলা ২ টায় উপজেলার বদনার চর সংলগ্ন পূর্বপাশের মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে ট্রলারে হামলা চালিয়ে এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু বাহিনী।

অপহৃত জেলে হলেন, উপজেলার মনপুরা ইউনিয়নের বাসিন্দা ছালাউদ্দিন এর ছেলে মোঃ নয়ন মাঝি।

আহত জেলেরা হলেন, ফয়সাল, রিয়াজ, হেলাল ও ইউসুফ মাঝি। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ট্রলারের মালিক, আড়তদার ও আহত জেলেদের সাথে আলাপ করে জানা যায়, মঙ্গলবার বেলা ২ টায় উপজেলার পূর্বপাশের বদনার চর সংলগ্ন পূর্ব পাশের মেঘনায় স্বপন মাঝি ইলিশ শিকার করছিল। এই সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাতিয়ার দস্যু বাহিনী ট্রলারটি ঘিরে ফেলে। পরে ট্রলারে থাকা জেলেদের বেধড়ক মারধর করে নয়ন মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। পরে ট্রলারের মালিকের মুঠোফোনে আলাউদ্দিন বাহিনীর নামে একলক্ষ টাকা মুক্তিপণ দাবী করে দস্যু বাহিনী।

এদিকে জেলে ও আড়তদাররা কোস্টগার্ডের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ইলিশ মৌসুমে হাতিয়ার দস্যু বাহিনী ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা হাতিয়া কোস্টগার্ডকে অবহিত করলেও তারা দেখছি বলে আজ পর্যন্ত হাতিয়ার দস্যু বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। হাতিয়ার কোস্টগার্ডের সহযোগিতায় হাতিয়ার দস্যু বাহিনী মেঘনায় জেলে ট্রলারে হামালা চালিয়ে জেলে অপহরণ করে নিয়ে যায়।

জেলে ও আড়তদারদের অভিযোগ অস্বীকার করে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শাকিল মুঠোফোনে জানান, অপহৃত জেলেকে উদ্ধারে কোস্টগার্ড অভিযান পরিচালনা করছে। জেলে ও আড়তদারের অভিযোগের ব্যাপারে তিনি জানান, জেলে ট্রলারে হামলার ঘটনা শুনা মাত্র নদীতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, জেলে ট্রলারে হামলার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)