মাঝ পদ্মায় ২০ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৭ জুন ২০১৮

ফাইল ছবিশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের মাঝ পদ্মায় ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে।

বুধ (২৭ জুন) সকাল সোয়া নয়টার দিকে প্রবল বাতাসের কারণে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। তবে কতজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তা জানা যায়নি।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।(বিডি-প্রতিদিন)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)