আজ ঐতিহাসিক পলাশী দিবস
আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী ট্রাজেডি দিবস। ১৭৫৭ সালের এই দিনে পলাশীর আম্রকাননে ইংরেজদের সঙ্গে এক যুদ্ধে বাংলা বিহার ও উড়িষ্যার নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার শেষ সূর্য।
জানা যায়, এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ২৬১ বছর আগে ১৭৫৭ সালের এই দিনে (২৩ জুন ) বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত হন। যুদ্ধের প্রহসন হয়েছিল ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে। মীরজাফর ও ঘসেটি বেগমের বিশ্বাসঘাতকতায় নবাব পরাজিত হলে স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়।
উল্লেখ্য, আজ দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ জুন
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)