পেইন কিলার ওষুধ সেবনে শিশুদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৮ জুন ২০১৮

পেইন কিলার ওষুধ সেবনে শিশুদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়শিশুদেরও বড়দের মত এখন আমরা নানা ধরনের পেইন কিলার বা ব্যথা নাশক ওষুধ সেবন করতে দেই। অথচ শিশুদের জন্য পেইন কিলার শিশুর কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনই একটি উদ্বেগজনক তথ্য দিয়েছেন মার্কিন গবেষকগণ।

বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, শিশুদের ব্যথা নিরাময় ও জ্বরের চিকিত্সায় নন স্টেরয়ডাল এন্টি-ইনফ্লামেটরি ড্রাগ যেমন আইব্রুফেন সেবন করতে দেয়া হয় যা শিশুদের কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ হতে পারে। জার্নাল অব পেডিয়াট্রিকস-এ প্রকাশিত এক গবেষণা নিবন্ধে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক ড. জেসন মিসুর্যাক স্থানীয় একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন ২৭ জন শিশু যাদের এনএসএআইডি নামক ব্যথানাশক ওষুধ দেয়া হয়েছে তাদের ৩ ভাগের একিউট কিডনি ফেইলিওর হয়েছে। ড. মিশু র্যাক-এর অভিমত পরিসংখ্যান হয়তো বা ছোট হতে পারে।

কিন্তু আক্রান্ত শিশুদের ৪ জনের কিডনি ডায়ালাইসিস-এর প্রয়োজন হয়েছে এবং ৭ জনের স্থায়ী কিডনি অকেজো হয়ে গেছে। শিশুদের সবচেয়ে বেশি ব্যথা নাশক দেয়া হয়েছে আইব্রুফেন ৬৭ শতাংশ এবং ন্যাপ্রক্সেন ১১ শতাংশ। মিয়ামি চিলড্রেনস হাসপাতালের শিশু কিডনি বিভাগের পরিচালক ড. ফেলিক্স বামিরেজ সেজাস এর অভিমত নন স্টেরয়ডাল ব্যথানাশক জাতীয় ওষুধের অপব্যবহার এবং অতিরিক্ত ব্যবহার হচ্ছে। আর এর জন্য চিকিৎসক ও অভিভাবকগণ দায়ী। ড. বামিরেজ সেজাস-এর অভিমত: শিশুদের সংশ্লি­ষ্ট চিকিৎসক ব্যতীত ব্যথানাশক ওষুধ দেয়া উচিত নয় এবং ব্যথানাশক ওষুধ যদি দিতেই হয় তবে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে।

ডা. মোড়ল নজরুল ইসলাম
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)