নিম্নচাপ দুর্বল হয়ে গেছে : ভারী বর্ষণের সম্ভাবনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১১ জুন ২০১৮

নিম্নচাপ দুর্বল হয়ে গেছে : ভারী বর্ষণের সম্ভাবনাউত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মওসুমি নিম্নচাপে রূপ নিয়ে গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত সন্দ্বীপ ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। দুপুরের পর নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল সামনের দিকে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গতকাল রোববার রাতে সীতাকুণ্ডের কাছে দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

মওসুমি নিম্নচাপের প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার কারণে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের পানি উপরে উঠে আসার আশঙ্কা রয়েছে। এমনটা হলে উপকূলীয় এলাকার ক্ষেতের ফসলের ক্ষতি হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলো ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এর প্রভাবে সারা দেশেই গতকাল মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছে। আজো দেশের কয়েকটি অঞ্চল মাঝারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত) থেকে ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণের পূর্বাভাস রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের আশঙ্কা করে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে গতকাল সকাল ৬টা পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টি ছিল ৯৪ মিলিমিটার। গত ১২ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টি হয়েছে ৭৯ মিলিমিটার। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২৬ মিলিমিটার।

বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা কমে এলেও রাজশাহী ও রংপুর বিভাগে অনেক তাপমাত্রা ছিল। রংপুর ও রাজশাহী বিভাগের নওগাঁ ও রাজশাহীতে মৃদু তাপ প্রবাহ বয়ে গেছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার দেশের সর্বত্র তাপমাত্রা হ্রাস পাবে। কোথাও কোথাও তাপমাত্রা হ্রাস পাবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টা সারাদেশেই তাপমাত্রা হ্রাস পেতে পারে। কিন্তু এরপর নিম্নচাপের প্রভাব কমে যাবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণও হ্রাস পেতে পারে। একই সাথে তাপমাত্রাও বেড়ে যেতে পারে।(সূত্রঃ নয়াদিগন্ত)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)