লেটুস পাতা হতে সাবধান তো ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:০৬ এএম, ৩ জুন ২০১৮

লেটুস পাতা
যুক্তরাষ্ট্রে ব্যাকটেরিয়া ই. কোলাইয়ের সংক্রমণে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এছাড়াও দেশটির ৩৫ অঙ্গরাজ্যে আরো ১৯৭ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। লেটুস পাতার মাধ্যমে এ ব্যাকটেরিয়া ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, ই. কোলাইয়ে আক্রান্ত হয়ে মৃতদের দু’জন মিনেসোটা অঙ্গরাজ্যের। আর বাকি তিনজন আরকানসাস, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের অধিবাসী ছিল।

২০০৬ সালের পর যুক্তরাষ্ট্রে এটাই ই. কোলাইয়ের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। ২০০৬ সালে এই ব্যাক্টেরিয়ায় আক্রান্ত হয়েছিল ২০০ জন।

আরিজোনা অঙ্গরাজ্যের ইউমায় চাষ করা রোমেইন লেটুস সাম্প্রতিক ই. কোলাই প্রাদুর্ভাবের উৎস বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন এফডিএ জানিয়েছে, জীবাণুটি ছড়ানোর পেছনে কোনো উৎপাদনকারী, বাজারজাতকারী বা এলাকাকে এককভাবে চিহ্নিত করা যায়নি এখনো।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি’র তথ্য অনুসারে, আক্রান্তদের বেশিরভাগই ২/৩ সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়ে। তখনো জীবাণু দূষিত লেটুসগুলো বিভিন্ন সুপারশপে বিক্রি হচ্ছিল।

আবার আক্রান্ত সবাই লেটুস খায়নি বলেও জানায় সিডিসি। তাদের কেউ কেউ অসুস্থদের সংস্পর্শে ছিল। পরে নিজেরাও অসুস্থ হয়ে যায়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)