কুমার বিশ্বজিৎ এর মিউজিক ভিডিওতে আলভিরা ইমু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৫৬ এএম, ৩ জুন ২০১৮

আলভিরা ইমু, কুমার বিশ্বজিৎ
বিনোদন প্রতিবেদক : এ সময়ের মডেল ও অভিনেত্রী আলভিরা ইমু। সম্প্রতি তিনি ‘আমি যেন তোমার কেউ হই’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হলেন। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। মিউজিক ভিডিওতে ইমুর বিপরীতে আছেন চিত্রনায়ক আমান রেজা। নির্মাণ করেছেন সৈকত নাসির।

সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজধানীর টিকাটুলিতে দৃশ্যধারণের কাজ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ আশাবাদি নির্মাতা সৈকত নাসির। ঈদুল ফিতরে ইউটিউবে গানটি প্রকাশ করা হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে আলভিরা ইমু বলেন, ‘দাদা (কুমার বিশ্বজিৎ) এদেশের জনপ্রিয় একজন শিল্পী। আমি নিজেও তার গানের ভক্ত। এমন একজন গুণী মানুষের গানে মডেল হতে পেরে দারুণ লাগছে। পরিচালক সৈকত নাসির ভাইয়ের নির্দেশনায় কাজটি ভালোই হয়েছে। আশা করছি দর্শকদের মিউজিক ভিডিওটি পছন্দ হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)