রাতে গুলশানে তারার মেলা
অভিজাত ফ্যাশন হাউস প্রেম’স কালেকশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ মে রাতে গুলশান-১ এ তাদের নিজস্ব শোরুমে বসে তারার মেলা। দেড়শ’ পাউন্ডের বিশাল কেক কেটে এক বছর পূর্তি উৎসব উদ্বোধন করেন অতিথিরা।
তারকাদের মধ্যে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা আলমগীর, নায়ক ফেরদৌস, অপু বিশ্বাস, পূর্ণিমা, মীম, আইরিন, নাদিয়া নদী, তানজিন তিশা, শবনম, ফারিয়া, শিপন. হিল্লোল কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। এছাড়াও হীরার নেতৃত্বে একঝাঁক মডেল, টিভি ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রামাকান্ত গুপ্তা, প্রেম’স কালেকশনের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি, শেখ জুয়েল, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালসহ অতিথিরা।
প্রেম বম্বানি সবাইকে ধন্যবাদ জানিয়ে এসময় বলেন, ‘গত এক বছরে আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি প্রেম’স কালেকশন্স কৃতজ্ঞ। আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। গত ২৫ বছর যাবত আমি এ দেশের ফ্যাশনের সাথে জড়িত। আমি জানি এখানকার ফ্যাশনপ্রিয় মানুষের চাহিদা, সে অনুযায়ী এক্সক্লুসিভ সব ডিজাইন করেছি।’
পোশাকের মান ও ডিজাইনের নতুনত্বের জন্য ঈদের কেনাকাটায় প্রেম’স কালেকশন্স শুরু থেকেই আলাদা। বিশেষ করে যারা ভারতে ঈদের কেনাকাটা করতে যান তাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে প্রেম’স কালেকশন্স। ঈদ উপলক্ষে কর্পোরেট ক্রেতাদের জন্য পাইকারি মূল্যে শাড়ি, পাঞ্জাবিসহ সব ধরনের পোশাক সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
ক্রেতাদের চাহিদা ও উৎসবকে মাথায় রেখে এবারের কালেকশনে উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছে প্রেম’স কালেকশন্স। ঈদের কেনাকাটা সুবিধার জন্য আমরা রাত ৩টা পর্যন্ত শোরুম খোলা থাকবে।