পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক
পাথরঘাটা উপজেলা পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ড থেকে সোহেল ব্যাপারী (২৪) নামে এক যুবককে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
বুধবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার সময় পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডে বাসস্টান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল ব্যাপারী উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মো. শহিদ বেপারীর ছেলে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ পাথরঘাটা নিউজকে বলেন, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারি বাসস্টান্ড এলাকায় সোহেল ব্যাপারী মাদক বিত্রি করছে। এমন সংবাদের বিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরও জানান, আটক সোহেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে পাঠান হবে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)