লাল রঙে আরো বেশি আলোকিত হলেন:পূর্নিমা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৯ মে ২০১৮

পূর্নিমা
বিভিন্ন অ্যাওয়ার্ড শো উপস্থাপনা করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী পূর্ণিমা। টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এসেছেন সম্প্রতি। শোর নামও নিজের নামে—‘এবং পূর্ণিমা।’ পূর্ণিমা যেন নিজের নামেই উজ্জ্বল, আলোকিত। সব পোশাকেই যেন আলো ছড়ান পূর্ণিমা।

এবার তাঁকে দেখা গেল বিয়ের শাড়িতে। লাল বেনারসীতে। একটি টেলিমুভির শুটিংস্পটে

এমন লুকেই ধরা দেন এই সুধ্রী নায়িকা। নিজের ফেসবুক হ্যান্ডেলে ছবিগুলো পোস্টও করেছেন। লিখেছেন, ‘আমার মনে হয়, লাল আমাকে বেশি মানায়।’

হ্যাঁ হয়তো তাই। তাকে অবলোকন করেন তাঁর দর্শক ও ভক্তরাই। ভক্তরাও দ্বিমত পোষণ করলেন না। বললেন হ্যাঁ লালেই মানায় প্রিয় নায়িকাকে।

সম্প্রতি রাজীবুল ইসলাম ইসলামের রাজীবের পরিচালনায় ‘রোদ্দুরে দিলাম তোমার নাম’ নামের একটি টেলিছবির শুটিংয়ে পূর্ণিমাকে এমনটি দেখা যায়। এতে তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ইমন। আসন্ন ঈদে প্রচারিত হবে টেলিছবিটি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)