খুব শিগগির মিডিয়ার সামনে আসবেন মোহাম্মদ বিন সালমান।
২১ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের বাইরে গোলাগুলির ঘটনা ঘটে। আর সেদিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ কারণেই গত এক মাস প্রকাশ্যে তাকে দেখা যাচ্ছে না। সৌদি আরবের ভিন্নমতাবলম্বী নেতা ড. মোহাম্মাদ আল-মাসারি এ কথা বলেছেন।
লেবাননের আল-মায়াদিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন। বর্তমানে ব্রিটেনে নির্বাসিত রয়েছেন তিনি।
তিনি জানান, ২১ এপ্রিলের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একটি বাংকারে আশ্রয় নেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রাজপরিবারের পক্ষ থেকেই প্রথমে যুবরাজের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রকাশ করা হয়।
আল-মাসারির দাবি, সৌদি সরকার ওই অভ্যুত্থান প্রচেষ্টা এবং ক্রাউন প্রিন্সের আহত হওয়ার ঘটনা স্বীকার করতে চায় না। এ কারণে সেসব ঘটনাকে আড়াল করতে খুব শিগগির মিডিয়ার সামনে আসবেন মোহাম্মদ বিন সালমান।
তিনি বলেন, সেদিন সত্যিই অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। সে ঘটনায় যুবরাজ গুলিবিদ্ধ হয়েছিলেন। গাড়ি থেকে ভারী মেশিনগান দিয়ে ব্যাপক গুলি চালানো হয়। প্রিন্স সালমান কয়েকটি দেশ সফর শেষে রিয়াদে ফেরার পরপরই এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমে ২১ এপ্রিল খবর প্রকাশিত হয়-রিয়াদে সৌদি রাজপ্রাসাদের বাইরে ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া গেছে। ওই ঘটনার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সূত্র: প্রেসটিভি