ভিড়ের মাঝে হেনস্থা জাহ্নবীর! অস্বস্তিতে নায়িকা
খ্যাতি থাকলে, তার বিড়ম্বনাও থাকে। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর।
সম্প্রতি একটি ক্যাফে থেকে বেরনোর সময়ে এক দঙ্গল ছেলেমেয়ে তাঁকে ঘিরে ধরে। বয়স তাদের সাত-আট থেকে চোদ্দো-পনেরোর মধ্যে। তাঁকে দেখে শিশুদের ভালবাসা ও উচ্ছ্বাসে প্রথমটায় ভাল লাগলেও, আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মিলিয়েছিলেন। কিন্ত পরে তারা জাহ্নবীকে এমন ভাবে ছুঁতে থাকে, যার ফলে অভিনেত্রী অস্বস্তি বোধ করেন। অবশেষে দেহরক্ষীরা তাঁকে সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)