যেভাবে বদলে গেলো, তার জীবন
এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়েছিলেন মিম মানতাসা। ১২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন তিনি। বিচারক ও দর্শকের ভোটের পাশাপাশি সামগ্রিক পারফরম্যান্সের বিচারে এবারের আসরের সেরার মুকুট পরলেন মানতাসা।
লাক্স-চ্যানেল আই জেতার পর পরই ভাগ্য যেন আরো সুপ্রসন্ন হয়ে গেল মানতাসার। লাক্স
সেরা সুন্দরী হওয়ার পরপরই অভিনয় জগতেও পা রেখেছেন এ লাক্স সুপারস্টার। অভিনয় করেছেন ফেরদৌস হাসানের পরিচালনায় টেলিছবি ‘ভবঘুরে’তে। তার বিপরীতে অভিনয় করেছেন প্রতিযোগিতার বিচারক তাহসান খান। চ্যাম্পিয়ন হওয়ার পরই জীবনটাই বদলে গেল মানতাসার।
এ বিষয়ে গণমাধ্যমকে মানতাসা বলেন, ‘বাইরে গেলে ছবি তো তুলতেই হচ্ছে। এ কারণে একটু ভিড় ও লোকসমাগমের জায়গাগুলো এড়িয়ে চলছি। নাটকের শুটিং করছি। সামনে আরও কিছু কাজ হবে।’
মিম মানতাশা পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এক বছর আগেও সাদামাটা জীবন ছিল তার। সেখান থেকে হয়ে গেলেন লাক্স সুপারস্টার। পেছনের সবকিছুকে ছাপিয়ে এখন সবকিছুই রঙিন মানতাসার। মানুষ চিনছে। যেখানে যাচ্ছেন সেখানেই সেলফির আবদার মেটাতে হচ্ছে। তাকে নিয়ে আলোচনাও করছেন অনেকে। আর এ বিষয়গুলোই বেশ উপভোগ করছেন মিম মানতাসা।