মাদকবিরোধী অভিযানে ভোলায় আটক ১৩
ভোলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। এসময় ২৩ পিস ইয়াবা ও ১৮৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব ঘটনায় ১০টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির আলম এতথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযান পরিচালিত হয়।
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেনের নির্দেশে জেলার সাত উপজেলার ১০টি থানা থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গত ২৬ দিনে এ পর্যন্ত ১০১ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ২ হাজার ১২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ২৩ কেচ বিদেশি মদ। এসব ঘটনায় জেলায় সর্বমোট মামলা হয়েছে ৮৪টি।
<strong>পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ মে</strong>
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)