কলাপাড়ায় থানায় মাদকসহ আটক ৫
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোলাইমদ, গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ।
আটকরা হলেন- কামাল প্যাদা, দুলাল, নিমাই শীল, জোজো (২৮) ও হেমাথিন (৩২)।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে ৭০ লিটার দেশিয় চোলাই মদসহ কামাল প্যাদা, ৩৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজাসহ দুলাল ও নিমাই শীলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে ৩২০ লিটার চোলাইমদ, মদ তৈরির সরঞ্জাম ও এক কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। আটকরা একই এলাকার মৃত মংইয়া রাখাইনের ছেলে জোজো ও কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন মেঞ্জোর স্ত্রী হেমাথিন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে