পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৫ মে ২০১৮

ইংরেজি বানান পরিবর্তনের প্রজ্ঞাপন জারিমন্ত্রিপরিষদ বিভাগ গত ২ এপ্রিল অনুষ্ঠিত নিকারের সিদ্ধান্তের আলোকে পাঁচটি জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সাথে সামঞ্জস্যপূর্ণকরণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattogram, কুমিল্লার ক্ষেত্রে Comilla-এর পরিবর্তে Cumilla, বরিশালের ক্ষেত্রে Barisal-এর পরিবর্তে Barishal, যশোরের ক্ষেত্রে Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ক্ষেত্রে Bogra এর পরিবর্তে Bogura রূপে সংশোধন করা হয়েছে।

সকল মন্ত্রণালয়/ বিভাগ, অধিদফতর/ দফতর/ পরিদফতর, জেলা ও উপজেলাসহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় এবং বাংলা ও ইংরেজি অভিধানে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)