স্বর্ন জিতেছে পাথরঘাটার মাসুম খান।নেপালে ৫ স্বর্ন সহ ১৪টি পদক জয় বাংলাদেশের তায়কোয়ানডো দল।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৪ মে ২০১৮ | আপডেট: ০২:৪৭ পিএম, ২৪ মে ২০১৮

সর্ন পদক জয়ী মাসুম
পাথরঘাটাঃ

নেপাল তায়কোয়ানডো এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ও ইউনাইটেড তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “2ndKathmandu International Kyorugi and Poomsae Taekwondo Championships-2018”|

চ্যাম্পিয়নশিপে ৫টি স্বর্ণসহ মোট ১৪টি পদক জয় করে বাংলাদেশ তায়কোয়ানডো দল দ্বিতীয় রানার্স আপ হয়।

চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালসহ মোট ১৩টি দেশের প্রায় ১২০০ তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহন করে।গত ১৭-২০ মে, ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তায়কোয়ানডো দলের পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয় ছোটটেংরা গ্রামের সন্তান মো: মাসুম খান (বিজিবি) -৮৭ কেজি ফাইটে ১টি স্বর্ণ, উজ্জ্বল কুমার দেব -৭৪ কেজি ফাইটে ১টি স্বর্ণ, হুমায়ুন কবির (বিজিবি) -৮০ কেজি ফাইটে ১টি স্বর্ণ, জানে আলম (বিজিবি) +৮৭ কেজি ফাইটে ১টি স্বর্ণ ও জেসমিন আক্তার -৫৩ কেজি ফাইটে ১টি স্বর্ণ।

রৌপ্য পদক পেয়েছেন +৮৭ কেজি ফাইটে ইমতিয়াজ ইবনে আলী ১টি।

এছাড়া তাম্র পদক পেয়েছেন -৭৪ কেজি ফাইটে এনায়েত উল্লাহ (বিজিবি) ১টি, -৬৮ কেজি ফাইটে নুরুল আমিন (বিজিবি) ১টি, -৩৭ কেজি ফাইটে নৈঋত বড়াল ১টি, -২৯ কেজি ফাইটে ইউসা আলম ১টি, পুমসে ক্যাটাগরিতে মাসুম খান (বিজিবি) ১টি, রুমকি সিদ্দিকা ১টি, মানস্বিতা বড়াল ১টি, সাফায়েত ই নুর ১টি।
নেপালে ৫ স্বর্ন সহ ১৪টি পদক জয় বাংলাদেশের তায়কোয়ানডো দল।
বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন পলাশ মিয়া। বাংলাদেশ দলের হেড অফ টিম ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

চ্যাম্পিয়নশিপ শেষে বাংলাদেশ দল গত ২১ মে,২০১৮ (সোমবার) দেশে প্রত্যাবর্তন করে।।…নিউজ লিংক sportslife.com.bd।
এ এম বি।  পি এন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)