বৃহস্পতিবার কক্সবাজার ত্যাগ করবেনঃ প্রিয়াঙ্কা চোপড়া।
আগেই জানানো হয়েছিল, বাংলাদেশে এসেছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এখানে ঘণ্টা তিনেক অবস্থান করার পর কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এসেছেন প্রিয়াঙ্কা।
শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে ১০ মিনিট ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে সড়কপথে প্রিয়াঙ্কাকে উখিয়ার রয়েল টিউলিপ হোটেলে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া চার দিন থাকবেন। প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গাদের অস্থায়ী শিবির ঘুরে দেখার সময় অনেকেই এসে ভিড় করেন।
আগামী মঙ্গলবার সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এ তারকা। আর বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড তারকা।